West Bengal

” করোনার প্রকোপ আটকে রাখতে পারেনি শিশু দের ক্যারাটা টুর্নামেন্ট কে তাদের এক্সাম যথাযত সম্পন্ন হলো” দ্রুতগামী সংবাদ

দ্রুতগামী সংবাদ, শঙ্কু, অন্ডাল : – পরীক্ষিত শীল (রাজু) মহাশয়ের সহায়তায় আজ ২৭শে সেপ্টেম্বর কলকাতার ক্যারাটে এসোসিয়েশন এর চেয়ারম্যান অন্ডাল এ, থেমে থাকা ক্যারাটে গ্রেডেসন এর এক্সাম সম্পূর্ণ করলো। করোনা কে সাথে রেখে সোস্যাল ডিস্টেন্স মেন্টেন করেই এই পরীক্ষা সম্পন্ন করলো মহাশয় রাজু শীল। বছরে দু বার এই এক্সাম নেওয়া হয় জানা যায় মহাশয় সোমনাথ […]

West Bengal

*১৭ বছরের সাগ্নিক “বিশ্ব ভ্রমণ দিবসে” সাইকেল চালিয়ে কোলকাতা থেকে আসানসোল * দ্রুতগামী সংবাদ

কিন্তু শারীরিক দূরত্ব মানেই যে মানসিক দূরত্ব নয় সেটা বোঝাতেই নিরাপদ দূরত্ব বজায় রেখে সাইকেলে চেপে সাগ্নিক আজ আসানসোলের পথে কারণ সেখানেই থাকেন ওর ঠাকুমা – দিদিমা। তাদের সাথে দীর্ঘদিনের না দেখাকে ‘ চোখের দেখা ‘ দিয়ে তাদের আনন্দিত করা।এছাড়াও আজকের এই “বিশ্ব ভ্রমণ দিবসে” পৃথিবীকে জানানো যে আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটানোর জন্য মাঝে-মধ্যে […]

West Bengal

” ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিন পালন” দ্রুতগামী সংবাদ

পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী রাজু রায়, রামপ্রসাদ পুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্রী অনিল সিং (বান্টি), রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী দিবাকর দত্ত, এছাড়া উপস্থিত ছিলেন অন্ডাল ব্লক অন্ডাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ।

West Bengal

*পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পুস্তক প্রকাশ, কৃতি সম্মাননা এবং রক্তদান শিবির* দ্রুতগামী সংবাদ

লকডাউন সময়কাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে জীবনের লাইফ লাইন চালু রাখার জন্য দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে সম্মানিত করা হয়েছে।মহতী রক্তদান শিবিরে ৮জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদান করেছেন।১৭ জন প্রথমবার রক্তদান করলেন। বিশেষভাবে উল্লেখ্য বিভিন্ন বয়সী ৩৯ জন সংখ্যালঘু মানুষ রক্তদান করেছেন।আজকের শিবিরে রক্তদান করেছেন ডাঃ অর্কজিত মন্ডল,জেমুয়া ভাদুবালা হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নূল […]