Spread the love
শক্তি বাড়িয়ে ক্রমশঃ এগিয়ে আসছে সুপার সাইক্লোন “আমফান”। বর্তমানে দীঘা থেকে ৬৩০ কিমি দূরে এটি অবস্থান করছে। পারাদ্বীপ থেকে ৪৮০কিমি দূরে রয়েছে। কাকদ্বীপ,নামখানা, ফ্রেজারগঙজ এ বৃষ্টি শুরু হয়েছে। আগামী কাল সকাল থেকে ই কলকাতা এবং সংলগ্ন এলাকায় সকাল থেকে ঝোড়ো হাওয়া বইতে থাকবে। সমুদ্রে প্রায় ১৮ ফুট ঢেউ উঠতে পারে। মৎস্যজীবি দের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসন অত্যন্ত তৎপর এই পরিস্থিতি মোকাবিলা য়। ইতিমধ্যে বকখালি থেকে ৩০,০০০ মানুষকে সরানো হয়েছে। দিঘা থেকে প্রায় ১৬,০০০ মানুষ কে সরানো হয়েছে নিরাপদ জায়গায়। মানুষকে সচেতন করতে ক্রমাগত প্রচার চালানো হচ্ছে প্রশাসনে র পক্ষ থেকে।
সং – ( লক্ষী )