Spread the loveদ্রুতগামী সংবাদ দুর্গাপুর : – ০৯/০৭/২০২oতারিখে দুর্গাপুর এম. এ. এম .সি ,হেভি মামরা বাসস্ট্যান্ড (জি টি রোড) এর পাশে মতুয়া সম্প্রদায়ের শ্রীশ্রী হরি মন্দিরের বাৎসরিক পূজার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভার কো – অর্ডিনেটর , পৌরমাতা ধৃতি ব্যানার্জি জালান মহাশয়া ও পৌরমাতা শিপ্রা সরকার।