স্থানীয় সূত্রে জানা গেছে অন্ডালের স্কুল পাড়া এলাকার বাসিন্দা মনিকা ঠাকুর । দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে তিনি একা থাকেন । গত বছরের ২- রা ডিসেম্বর বাড়ি তালা বন্ধ করে তিনি মেয়ের বাড়ি যান । বর্তমানে তিনি সেখানে রয়েছেন । আজ সোমবার সকালে পাড়া-প্রতিবেশীরা লক্ষ্য করেন মনিকা দেবীর বাড়ির সদর দরজার তালা ভাঙ্গা । সন্দেহ হওয়ায় বিষয়টি ফোন মারফত তারা মনিকা দেবীকে জানান । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । দেখা যায় বাড়ির সদর দরজা ও মূল গেটের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে । বাড়ির ভিতরে জিনিসপত্র ছড়ানো-ছিটানো । আলমারি খোলা । তবে মনিকা দেবী বাড়িতে না থাকায় ঠিক কি কি জিনিস চুরি গিয়েছে তা জানা যায়নি । চুরির ঘটনাটিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । প্রতিবেশীদের আশঙ্কা বাড়ি তালা বন্ধ করে বাইরে গেলে এরকম ঘটনা তাদেরও ঘটতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অন্ডাল থানার এক আধিকারিক জানান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে সম্ভবত তারা স্থানীয় , অথবা ঘটনার পেছনে স্থানীয় যোগসুত্র থাকতে পারে । বাড়ির মালিক বাইরে গেছে এই খবর দুষ্কৃতীদের জানা ছিল । সব সম্ভবনায় তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি ।

“তালা বন্ধ ঘরে চুরি চাঞ্চল্য এলাকায়” দ্রুতগামী সংবাদ
স্থানীয় সূত্রে জানা গেছে অন্ডালের স্কুল পাড়া এলাকার বাসিন্দা মনিকা ঠাকুর । দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে তিনি একা থাকেন । গত বছরের ২- রা ডিসেম্বর বাড়ি তালা বন্ধ করে তিনি মেয়ের বাড়ি যান । বর্তমানে তিনি সেখানে রয়েছেন । আজ সোমবার সকালে পাড়া-প্রতিবেশীরা লক্ষ্য করেন মনিকা দেবীর বাড়ির সদর দরজার তালা ভাঙ্গা । সন্দেহ হওয়ায় বিষয়টি ফোন মারফত তারা মনিকা দেবীকে জানান । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । দেখা যায় বাড়ির সদর দরজা ও মূল গেটের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে । বাড়ির ভিতরে জিনিসপত্র ছড়ানো-ছিটানো । আলমারি খোলা । তবে মনিকা দেবী বাড়িতে না থাকায় ঠিক কি কি জিনিস চুরি গিয়েছে তা জানা যায়নি । চুরির ঘটনাটিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । প্রতিবেশীদের আশঙ্কা বাড়ি তালা বন্ধ করে বাইরে গেলে এরকম ঘটনা তাদেরও ঘটতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অন্ডাল থানার এক আধিকারিক জানান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে সম্ভবত তারা স্থানীয় , অথবা ঘটনার পেছনে স্থানীয় যোগসুত্র থাকতে পারে । বাড়ির মালিক বাইরে গেছে এই খবর দুষ্কৃতীদের জানা ছিল । সব সম্ভবনায় তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি ।