Spread the love
উপস্থিত বহু মানুষ জন্মদিন এর এই আনন্দ কে উপভোগ করেন। কলোনির প্রবেশপথকে এই উপলক্ষে সুন্দর ভাবে সাজান হয়। কলোনির প্রবেশপথের সামনে সৈনিক মূর্তি তে মাল্যদান করে শ্রদধা জানান মহকুমাশাসক সহ উপস্থিত সকলে। কলোনির অন্যতম সদস্য রতন রক্ষিত কে সারাবছর এর কাজের জন্য সম্মান জানানো হয়। তিনি নতুন বছরে সকলের সুস্বাস্হ্য কামনা করে শুভেচ্ছা জানান।