Spread the love
পেট্রোল, ডিজেল ও এলপিজির ক্রমবর্ধমান দামের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে আইএনটিটিইউসি পরিবহন শ্রমিক ইউনিয়ন একটি অভিনব বিক্ষোভের আয়োজন করে। হাতে বাটি বের করে প্রতিবাদে মিছিল বের করা হয়। এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা জ্বালিয়ে। রাজু আহলুওয়ালিয়ার নেতৃত্বে ইউনিয়ন কর্মীরা বিএনআর এলাকায় একটি মিছিল বের করেন।মিছিল টি পুলিশ লাইন হয়ে আবার বিএনআর মোড়ে আসে । সেখানে তিনটি কুশপুতুল দাহ করা হয়।বেশ কিছু অটোরিকশা চালক সহ শ্রমিকরা এই মিছিল শুরু করে। রাজু আলুআলিয়া সহ তৃনমুলের শ্রমিক সংগঠনের কর্মীরা মিছিল থেকে খেলা
হবে শ্লোগান দিতে থাকেন।
রাজু আহলুওয়ালিয়া বলেন, “যে আজ পেট্রোল ১০০ টাকা এবং ডিজেল ৯০ টাকা প্রতি লিটারে বেড়েছে। এলপিজি ৮৫০ টাকা। কেন্দ্রীয় সরকার শান্তিতে ঘুমাচ্ছে। সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন। যারা দেশকে লুট করেছে তারা আজ বাংলায় ক্ষমতা অর্জনের স্বপ্ন দেখছে।
২০২১ এ আবার মমতা ব্যানার্জির সরকার আসছে।মানুষ বিজেপির সাথে নেই,তৃনমুলের সাথে রয়েছে।”
অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা বাপ্পা চ্যাটার্জি বলেন, তৃনমুল কে এবারে আম জনতা ভোটে ভিক্ষার পাত্র ধরাবে।ওরা একটা নোংরা শ্লোগান দিচ্ছে।সেই শ্লোগান দিয়ে একটা ভয়ের বার্তা পৌছে দিতে চাইছে।এটা বাংলার মানুষ বুঝতে পারছে।